Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

লোহাগাড়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

130

এলনিউজ২৪ডটকম :  লোহাগাড়া উপজেলা প্রশাসন আজ ২২ ফেব্র“য়ারী নারী উন্নয়ন ফোরামের আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে। জানা যায়, উপজেলা প্রশাসন লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন নারীকে ২ সপ্তাহ মেয়াদী সেলাই প্রশিক্ষণ দান করেছেন। এ উপলক্ষে উপজেলা কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম এতে সভাপতিত্ব করেন। আওয়ামীলীগ নেতা ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল প্রধান অতিথি ছিলেন। উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান গুলশান আরা বেগম, ভাইসচেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের অতিথিবৃন্দ ছাড়াও সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক আবদুল আউয়াল জনি বক্তব্য রাখেন। বক্তারা নারীর ক্ষমতায়ন সম্পর্কে বিষদ আলোচনা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে নারীরা বিভিন্ন সেক্টরে পুরুষের পাশাপাশি ভূমিকা রেখে চলেছেন। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। নিকট অতীতেও নারীকে বোঝা মনে করা হত। আজ তারা বোঝা নন। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নারীরা লোহাগাড়ায় উন্নয়নে ব্রতী হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আলোচনা সভায় প্রশিক্ষণার্থীদেরকে সেলাই মেশিনের সাথে আনুসাঙ্গিক যন্ত্রপাতি, সার্টিফিকের ও সম্মানী প্রদান করা হয়েছে বলে আলোচকরা জানিয়েছেন। সভাপতি লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম অন্যান্যদের সাথে নিয়ে দুঃস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!