ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | লোহাগাড়ায় মাতৃভাষা দিবস পালিত

লোহাগাড়ায় মাতৃভাষা দিবস পালিত

128

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও একুশের ফেব্র“য়ারী পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে লোহাগাড়া উপজেলা সদরের কেন্দ্রীয় স্মৃতিসৌধে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে লোহাগাড়া থানা পুলিশ, আওয়ামীলীগ, অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সকালে উপজেলা মহিলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়েছে। বিকেলে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খোরশেদ আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম হারুন লুবনা প্রধান অতিথি ছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনি সম্পাদক মুজিবুর রহমান, মোহাম্মদ মিয়া ফারুক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল শুক্কুর, মোজাহিদ বিন কাইছার, সমশুল ইসলাম, আছহাব উদ্দিন ও খোকনসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন পৃথকভাবে বিভিন্ন কর্মসূচী পালন করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আলোচনা সভায় মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্পর্কে বিষদ আলোচনা করা হয়েছে। একুশের চেতনায় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে দেশবাসীকে জঙ্গিবাদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি-সম্পাদক, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!