Home | দেশ-বিদেশের সংবাদ | আহত হয়ে মাঠের বাইরে লিটন

আহত হয়ে মাঠের বাইরে লিটন

image-121007-1544514214

নিউজ ডেক্স : ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথমে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। তবে শুরুতেই ধাক্কা খেল স্বাগতিকরা। আহত হয়ে মাঠ ছাড়লেন লিটন দাস।

ইনিংসের দ্বিতীয় ওভারে লেগ স্টাস্পে ইয়র্কার ছুড়েছিলেন ওশানে থমাস। বলটি ফ্লিক করতে চেয়েছিলেন লিটন। তবে ব্যাটে-বলে হয়নি। সরাসরি আঘাত করে পেছনে পায়ের (ডান পা) গোড়ালিতে। বল চলে যায় লেগে। তা থেকে ১ রানও আসে। কিন্তু রান নিয়েই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বোঝা যায় আঘাতটি জোরালো ছিল। ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। তাতেও লাভ হয়নি। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এ ওপেনার।

এ ম্যাচ দিয়ে অনন্য রেকর্ড ছুঁলেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার নজির গড়লেন তিনি। ৬৯ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়ে এতদিন রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের দখলে। এবার তাকে ধরে ফেললেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

অবশ্য নিজের রেকর্ডের দিনে টস ভাগ্যকে পাশে পাননি মাশরাফি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে ব্যাকফুটে উইন্ডিজ। এ ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। এ লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। ওপেনার কাইরন পাওয়েলের স্থানে ঢুকিয়েছে চন্দ্রপল হেমরাজকে।

তবে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। গত ম্যাচে সেরা একাদশই আছে। এ ম্যাচ দিয়ে অন্যরকম সেঞ্চুরি স্পর্শ করলেন টাইগার ‘পঞ্চপাণ্ডব’। একসঙ্গে ১০০তম ম্যাচ খেলছেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ। এ ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করে ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান তারা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, রোস্টন চেজ, শাই হোপ, শিমরন হেটমায়ার, কেমার রোচ, কিমো পল ও ওশানে থমাস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!