Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় রাতের আঁধারে টিলা ও টপসয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় রাতের আঁধারে টিলা ও টপসয়েল কাটায় দেড় লাখ টাকা জরিমানা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার কলাউজানে রাতের আঁধারে টিলা ও আবাদযোগ্য জমির টপসয়েল কাটায় আবদুল হালিম (৩২) নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কলাউজান নেজামুদ্দিন মুন্সি পাড়ায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। দন্ডপ্রাপ্ত আবদুল হালিম উপজেরার চরম্বা ইউনিয়নের ঘাটিয়ার পাড়ার নুরুল ইসলামের পুত্র।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাতের আঁধারে অবৈধভাবে টিলা এবং আবাদযোগ্য জমির টপসয়েল কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি ভবিষ্যতে এ ধরণের বিধিবহির্ভূত কাজ আর করবে না বলে অঙ্গীকারনামা প্রদান করেন।

এছাড়া লোহাগাড়া সদর ইউনিয়নের সুখছড়ি দরবার শরীফ এলাকায় রেজিষ্ট্রেশন বিহীন ডাম্পট্রাক চালানোর অপরাধে দিদার (৪০) নামে এক ব্যক্তিকে সড়ক পরিবহণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি পুটিবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুস ছালামের পুত্র। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে থানার এএসআই শরীফুল ইসলামসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!