ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাথে ইউএনও’র মতবিনিময়

লোহাগাড়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাথে ইউএনও’র মতবিনিময়

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
জানা যায়, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বার আউলিয়া  ডিগ্রি কলেজ ও বুধবার (৬ ডিসেম্বর) আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের শিক্ষার্থীদের সাথে এই মতবিনিময় করেন।
ইউএনও মুুহাম্মদ ইনামুল হাছান বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া না। যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছ, তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পুণরায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা আসবে।
তিনি আরো বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলে হবে না, ভাল মানুষও হতে হবে। তোমাদের মাঝে অনেক প্রতিভাবান আছে। যারা লেখাপড়া শেষ করে দেশ ও জাতীর কল্যাণে কাজ করবে। এছাড়া ভাল ফলাফলের জন্য আন্তরিকতা সাথে পাঠদান করাতে সকল শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
স্ব স্ব প্রতিষ্ঠানে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, অধ্যক্ষ একেএম ফজলুল হক ও অধ্যক্ষ ফয়েজ উল্যাহ চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!