ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | লোকালয় থেকে উদ্ধার অজগর বনে অবমুক্ত

লোকালয় থেকে উদ্ধার অজগর বনে অবমুক্ত

নিউজ ডেক্স : হাটহাজারীর শিকারপুর ইউনিয়ন এলাকা থেকে উদ্ধারকৃত ৬ ফুট লম্বা একটি অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নির্দেশনায় স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে বন বিভাগের আওতাধীন এলাকায় সাপটি অবমুক্ত করা হয়। আজাদী অনলাইন

বন বিভাগের সূত্রে জানা যায়, শিকারপুর ইউনিয়নের লোকালয়ে অজগর সাপটি প্রবেশের খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আজ শুক্রবার স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষের নিকট অজগরটি হস্তান্তর করা হয়।

রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী বলেন, “উপজেলার শিকারপুর ইউনিয়নের লোকালয় থেকে ৬ ফুট লম্বা ও সাড়ে ৪ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করে আমাদের আওতাধীন গহীন বনে অবমুক্ত করা হয়েছে।”

তিনি আরো বলেন, “গহীন বনে অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং খাদ্য রয়েছে। তাই সেখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!