Home | দেশ-বিদেশের সংবাদ | লিটারে ৫ টাকা কমছে জ্বালানি তেলের দাম

লিটারে ৫ টাকা কমছে জ্বালানি তেলের দাম

নিউজ ডেক্স : জ্বালানি তেলের দাম এক ধাপে প্রায় দেড়গুণ বাড়ানোর ২৩ দিন পর দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এই চার ধরনের জ্বালানির দাম লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি আজ সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বলেন, “ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে কমানো হয়েছে। আজ (সোমবার) রাত থেকেই কার্যকর হবে।”

মহামারীর পর ইউক্রেইন যুদ্ধের প্রভাবে জ্বালানি সঙ্কটকে কারণ দেখিয়ে গত ৬ অগাস্ট সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। তাতে ডিজেল ও কেরোসিনের দাম ৪২.৫ শতাংশ বেড়ে হয় প্রতি লিটার ১১৪ টাকা। পেট্রোলের দাম ৫১.১৬ শতাংশ বেড়ে প্রতি লিটার ১৩০ টাকা এবং প্রতি লিটার অকটেনের দাম ৫১.৬৮ শতাংশ বেড়ে হয় ১৩৫ টাকা।

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে পরিবহন ভাড়াসহ সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে, যা নিয়ে জনজীবনে ক্ষোভ রয়েছে। ৫ টাকা কমলে ডিজেল ও কেরোসিনের দাম হবে প্রতি লিটার ১০৯ টাকা, পেট্রোলের দাম হবে ১২৫ টাকা এবং অকটেনের দাম হবে ১৩০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!