ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Rain-120170528125649

নিউজ ডেক্স : মাহে রমজানের শুরুতেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীকে স্বস্তির পরশ বুলিয়ে দিয়ে গেছে বৃষ্টি।

রোববার পবিত্র মাহে রমজানের প্রথমদিন সকাল থেকেই ভ্যাপসা গরম পড়তে শুরু করে। সেইসঙ্গে বেলা বাড়তে থাকার সঙ্গে রাস্তাঘাটে যানজট গরমের যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়।

অবশেষে বেলা সাড়ে ১১টার দিকে আকাশজুড়ে দেখা দেয় কালো মেঘ। ১২টার দিকে নামে স্বস্তির বৃষ্টি।

আবহাওয়া অধিদফতর অবশ্য আগেরদিনই রোববার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

এদিকে, রমজানের প্রথমদিনেই দুপুরে বৃষ্টিতে জনজীবনে স্বস্তির প্রভাব দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। বৃষ্টি হওয়ায় অনেককেই উচ্ছাস প্রকাশ করতে দেখা গেছে ফেসবুকে।

ভ্যাপসা গরমে বৃষ্টি স্বস্তি এনেছে রাজধানীর খেঁটে খাওয়া মানুষের মনেও। আজিমপুর এলাকায় সলিমুউদ্দিন নামে এক রিকশাচালক এ প্রতিবেদককে বলেন, ‘দেখছেন, রোজার প্রথমদিন বৃষ্টি নামলো, এইডা আল্লাহর কুদরত। বান্দা যেন কষ্ট না পায়, সেজন্য রহমতের বৃষ্টি দিছে।’

এরআগে গত প্রায় সপ্তাহকাল দেশব্যাপী তীব্র তাপদহ দেখা দেয়। এতে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!