Home | দেশ-বিদেশের সংবাদ | রাইফার মৃত্যু: ৪ জনকে অভিযুক্ত করে থানায় এজাহার

রাইফার মৃত্যু: ৪ জনকে অভিযুক্ত করে থানায় এজাহার

ryfa1

নিউজ ডেক্স : চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায় করা হয়েছে।  বুধবার বিকেল ৪টার দিকে রাইফার বাবা রুবেল খান এই এজাহার দায় করেন।

এজাহারে অভিযুক্ত চারজন হলেন ডা. বিধান রায় চৌধুরী (৫০), ডা. দেবাশীষ সেনগুপ্ত (৩২), ডা. শুভ্র দেব (৩২) ও ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী (৫৭)। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

ওসি বলেন, আমরা এজাহারটি গ্রহণ করেছি। যাচাই-বাচাইয়ের পর এটিকে মামলা হিসেবে গণ্য করা হবে।

গেলো ২৯ জুন দিনগত রাতে সমকালের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা খান ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। রাইফার মৃত্যুর পর তার পরিবার ও সাংবাদিকরা চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। পরে এ ঘটনা তদন্তে গঠিত দুইটি কমিটির প্রতিবেদনেও ভুল চিকিৎসা এবং অবহেলার কারণে রাইফার মৃত্যু হয় বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!