ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | যেসব মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা অব্যাহত থাকবে

যেসব মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা অব্যাহত থাকবে

2019-05-22.jk-5ce4dcaeeb054

নিউজ ডেক্স : মহানগর বা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি অনেক মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা স্থগিত করলেও চার ক্যাটাগরির মুক্তিযোদ্ধাদের ভাতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। স্থগিত হওয়া মুক্তিযোদ্ধা ভাতা সচলে আগামী ৩০ জুনের মধ্যে আপিল আবেদনও করতে বলেছে মন্ত্রণালয়।

২০১৭-১৮ অর্থবছরে ভাতা দেয়ার দলিল অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় এক লাখ ৮৬ হাজার। বর্তমানে সাধারণ মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ভাতা পান ১০ হাজার টাকা। দুটি উৎসব ভাতাও পেয়ে থাকেন তারা।

যে চার ক্যাটাগরির ভাতা অব্যাহত থাকবে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, (১) ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, (২) লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা (যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই), (৩) বেসামরিক ও (৪) বাহিনী গেজেট তালিকার মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা অব্যাহত থাকবে।

বেসামরিক গেজেটের মধ্যে রয়েছে- বেসামরিক গেজেট, মুজিবনগর, বিসিএস ধারণাগত জ্যেষ্ঠতাপ্রাপ্ত কর্মকর্তা, বিসিএস, স্বাধীন বাংলা বেতার শব্দ সৈনিক, বীরাঙ্গনা, স্বাধীন বাংলা ফুটবল দল, ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী ও বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়োজিত বা দায়িত্বপালনকারী মুক্তিযোদ্ধা গেজেট।

বাহিনী গেজেটের মধ্যে রয়েছে- সেনা, বিমান ও নৌবাহিনী গেজেট, নৌ-কমান্ডো, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী গেজেট।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ এপ্রিলের পরিপত্রের আলোকে মহানগর বা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ‘না মঞ্জুরকৃত’ ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে। যাদের সম্মানী ভাতা স্থগিত করা হয়েছে তারা বা তাদের উত্তরাধিকারীরা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা সচল রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দফতর থেকে বা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd থেকে নির্ধারিত আপিল আবেদন ফরম সংগ্রহ করবেন। তা আগামী ৩০ জুনের মধ্যে ইউএনও বরাবর জমা দিতে হবে।

বিস্তারিত জানতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণায়ের ওয়েবসাইট www.molwa.gov.bd ভিজিট করারও অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!