Home | ফটোফিচার | ইটভাটায় ড্রামচিমনী

ইটভাটায় ড্রামচিমনী

105

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ঠোড়া পুকুর এলাকায় ইটভাটায় ড্রাম চিমনী ব্যবহার করা হচ্ছে। ফলে ভয়াবহ পরিবেশ দূষণের পাশাপাশি বিনষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বিষাক্ত কালো ধোঁয়া বিরূপ প্রভাব ফেলছে জনজীবনেও। মানুষ আক্রান্ত হচ্ছে হাঁফানি, কাশি, চর্ম ও এলার্জিসহ নানা রোগ ব্যাধিতে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এসব রোগে বেশী আক্রান্ত হচ্ছে। ফিল্ড থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় আশপাশের ঘরের টিন ছিদ্র ও গাছের পাতায় কার্বন জমে মরে যাচ্ছে গাছপালা।

এছাড়া ভাটায় জ্বালানী হিসেবে কয়লা ব্যবহারের নিয়ম থাকলেও মানা হচ্ছেনা। অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে উজাড় হচ্ছে আশপাশের বনাঞ্চল। অনেক ভাটায় কাঠের সাথে গাড়ির টায়ারও পোড়ানো হচ্ছে জ্বালানী হিসেবে। যা পরিবেশের জন্য চরম ক্ষতিকর। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া একান্ত জরুরী।

ছবি ও প্রতিবেদন- লোহাগাড়ানিউজ২৪ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!