ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মোবাইল ইন্টারনেট প্যাকেজের মেয়াদ হবে ন্যূনতম ৭ দিন

মোবাইল ইন্টারনেট প্যাকেজের মেয়াদ হবে ন্যূনতম ৭ দিন

8842_1

নিউজ ডেক্স : মোবাইল ফোন অপারেটরদের দেওয়া ইন্টারনেট সেবায় সাত দিনের নিচে আর কোনো প্যাকেজ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ বুধবার বিটিআরসির এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

এ বিষয়ে ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিটিআরসির প্রধান কার্যালয়ে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, মোবাইল ফোন অপারেটরদের দেওয়া ইন্টারনেট সেবায় সাত দিনের নিচে আর কোনো প্যাকেজ থাকছে না। আগামী ২৭ জানুয়ারি থেকে সিদ্ধান্তটি কার্যকর করতে খুব দ্রুতই মোবাইল ফোন অপারেটরদের কাছে চিঠি পাঠানো হবে।

তবে এর আগেও বিটিআরসির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও পরবতীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি। এ প্রসঙ্গে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ওই সময় সিদ্ধান্ত নেওয়া হলেও বেশির ভাগ মোবাইল ফোন কোম্পানির বহু প্যাকেজ থাকায় তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা যায়নি। ওই প্যাকেজগুলো আগামী ১ ফেব্রুয়ারির আগেই শেষ হয়ে যাবে।’

জহুরুল হক বলেন, ‘এ বছর আমাদের বড় চ্যালেঞ্জ মোবাইল নেটওয়ার্ক ও ডাটার গুণগত সেবা নিশ্চিত করা। গুণগত সেবা না দিতে পারলে প্রয়োজনে অপারেটরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, বর্তমানে প্রচুর কল ড্রপ হচ্ছে। কল ড্রপের অনেক অভিযোগ রয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!