ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : ড. আহসান সাইয়েদ

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : ড. আহসান সাইয়েদ

16174857_1243627142341738_1271326853996845547_n

এলনিউজ২৪ডটকম :  প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের জন্য সরকারের পৃষ্টপোষকতা ও গভার্নিং বডি এবং শিক্ষকমন্ডলীর সমন্বিত পদক্ষেপ জরুরি। বর্তমান সরকার সেই পৃষ্টপোষকতা অব্যাহত রেখেছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। গত ১৯ জানুয়ারী বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলা সদরের ‘লোহাগাড়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় ‘মাদরাসা শিক্ষার ক্রমবর্ধমান বিকাশ ও মানোন্নয়ন বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরেণ্য শিক্ষাবিদ, প্রখ্যাত লেখক, গবেষক, কথা সাহিত্যিক, কবি, ছড়াকার, বিশিষ্ট নাট্যকার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আহসান উল্লাহ (আহসান সাইয়েদ) উপরোক্ত কথা বলেন।

মাদরাসার গভার্নিং বডির সভাপতি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের নির্বাহী সদস্য ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আরমান বাবু রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অত্র মাদরাসার প্রাক্তন ছাত্র ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড. মুহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী।

মাদরাসার তরুণ আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল করিম আনসারী ও উপাধ্যক্ষ ড. মাহমুদুল হক ওসমানী।

16142851_1243629755674810_3214243268023235328_n

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি মাদরাসার নতুন গ্রন্থাগার ‘আলহাজ্ব রহমতুল্লাহ গ্রন্থাগার’ এবং নব নির্মিত ‘নতুন হোস্টেল ভবন’ এর শুভ উদ্ভোধন করেন এবং মাদরাসার সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!