ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | মাদ্রাসা ছাত্রীর শ্লীনতাহানীর অপচেষ্টার অভিযোগে গোলামবারী স্কুলের ৪ ছাত্র বহিস্কার

মাদ্রাসা ছাত্রীর শ্লীনতাহানীর অপচেষ্টার অভিযোগে গোলামবারী স্কুলের ৪ ছাত্র বহিস্কার

9

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীনতাহানীর অপচেষ্টার অভিযোগে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ৪ ছাত্রকে আজ ২৩ এপ্রিল সোমবার বহিস্কার করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক সামশুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিস্কৃতরা হল উপজেলার আধুনগর আবুল বশরের বাড়ির মোঃ আরিফের পুত্র বিজ্ঞান বিভাগের সাকিল আহমদ, লোহাগাড়া বদিউজ্জামান পাড়ার মোঃ নুরুল ইসলামের পুত্র মানবিক বিভাগের মোঃ রায়হান, আমিরাবাদ কিল্লার আন্দরের আজিজুর রহমানের পুত্র ব্যবসায় শিক্ষা বিভাগের মোঃ আবু জায়েদ ও রশিদার পাড়ার খলিলুর রহমান সওদাগর বাড়ির মোঃ সেলিম উল্লাহর পুত্র ব্যবসায় শিক্ষা বিভাগের আবু মোঃ আদনান। তারা সকলে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।

জানা যায়, গত ১৬ এপ্রিল ছাত্রীটি আমিরাবাদের ডলুকুল হতে খান সড়ক হয়ে মাদ্রাসায় আসছিল। পথের মধ্যে উৎপেতে থাকা উল্লেখিত ছাত্ররা তাকে জোর পূর্বক ধাক্কাধাক্কি করে মাটিতে ফেলে দেয়। এ সময় রাস্তা দিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা ঘটনাস্থল অতিক্রম করছিল। টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে ছাত্রীর অভিভাবক বিষয়টি ওইদিনই লোহাগাড়া থানাকে অবহিত করেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

পুলিশ বিষয়টি তদন্ত করার এক পর্যায়ে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে গত ২২ এপ্রিল পরিচালনা কমিটির সভাপতি ফোরকান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অভিযোগটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদেরকে স্কুল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি থানা পুলিশ ও অভিযুক্তদের অভিভাবকদেরকে লিখিতভাবে জানানো হয়েছে বলে প্রকাশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীরা নিবিড় তদন্ত করে দায়ীদের আইনামলে আনার দাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!