ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | জামায়াতের বিবৃতিতে ‘নাখোশ’ বিএনপি

জামায়াতের বিবৃতিতে ‘নাখোশ’ বিএনপি

নিউজ ডেক্স : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ লিপি পাঠানোয় জামায়াতের ওপর ক্ষুব্ধ হয়েছে বিএনপির হাইকমান্ড। অবশ্য সরকারবিরোধী আন্দোলনে যেন কোনও প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রেখে বিষয়টি নিয়ে প্রকাশ্য প্রতিক্রিয়া থেকে বিরত রয়েছেন দলটির নেতারা। 

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একাধিক সদস্য জানান, তারা মির্জা ফখরুলের বক্তব্যকে গ্রহণ করেননি, সে কারণেই বিবৃতি দেওয়া হয়েছে। তবে, বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে আগ্রহ দেখাননি তারা।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম বলেন, ‘এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না।’

১ জুলাই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম বিবৃতিতে বলেন, ‘৩০ জুন শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট বলে মন্তব্য করেন মর্মে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইনে প্রচারিত হয়। বিএনপি মহাসচিবের এ বক্তব্যে জনগণ হতাশ হয়েছে। আমরা বিএনপি মহাসচিবের বক্তব্য সর্বতোভাবে প্রত্যাখ্যান করছি।’

বিএনপির একাধিক নেতা জানান, ৩০ জুন ঠাকুরগাঁওয়ে বক্তব্য দেওয়ার পর ঢাকায় ফিরে পরদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা করেন। সেই ব্যাখ্যা দেওয়ার পরও বিবৃতি পাঠিয়ে প্রতিবাদ জানানোর বিষয়টি সিনিয়র ও হাইকমান্ডের কেউই সহজভাবে নেননি। স্থায়ী কমিটির দুয়েকজন বাদে বাকিরা সহজভাবে নেননি। এমনকি দলের তৃণমূলের বিষয়টিকে সহজভাবে নেননি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, জামায়াতের সঙ্গে বিএনপির আনুষ্ঠানিক সম্পর্ক নেই। সেদিক থেকে দলটির সঙ্গে প্রকাশ্য সম্পর্ক নেই বিএনপির। তবে, বিএনপির নেতারা কেউই সরকারবিরোধী আন্দোলনে বাধা সৃষ্টি হোক, এমন পরিস্থিতি তৈরি করতে চান না।

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘জামায়াত তাদের বিবৃতি দেবে, এটাতে আমাদের (বিএনপির) সঙ্গে সম্পর্কের কী আছে। আমাদের সঙ্গে তো তাদের (জামায়াত) কোনো সম্পর্ক নেই।’

তাহলে জামায়াতের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই? এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, ‘এটা তো অনেক আগে ক্লিয়ার হয়ে গেছে। আমরা যুগপৎ আন্দোলন করছি কয়েকটা দলের সঙ্গে। জামায়াত তাদের মতো করছে। আমাদের সঙ্গে তো তারা যুগপৎ আন্দোলন করছে না। আপনারা দেখতে পারছেন যে, আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নাম তো ঘোষণা করেছি। সেইভাবে চলছে।’

স্থায়ী কমিটির একটি সূত্রের দাবি, গতকাল (৩ জুলাই) অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে জামায়াত নিয়ে আলোচনা হয়েছে। সেখানে মির্জা ফখরুলের জামায়াত নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ ওঠে। একজন সদস্য ঢাকা পোস্টের কাছে দাবি করেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগ বাড়িয়ে কোনো দলকে নিয়ে বক্তব্য না দেওয়ার পরামর্শ এসেছে। তবে, এ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। -ঢাকা পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!