Home | দেশ-বিদেশের সংবাদ | মাটির নিচ থেকে বের করা হলো ২০ লাখ টাকা

মাটির নিচ থেকে বের করা হলো ২০ লাখ টাকা

নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফে নগদ বিশ লাখ টাকাসহ নুর বারেক(২৫) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার(১৫ জুলাই) ভোররাত সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া ক্যাম্পের আই ব্লকের একটি বাড়িতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় টাকাগুলো উদ্ধার করা হয়। আটক নুর বারেক নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের মৃত খলিলুর রহমানের ছেলে।

টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ফোর্স অভিযানে পৌঁছালে এপিবিএন-এর উপস্থিতি টের পেয়ে আই ব্লকের রোহিঙ্গা হাজী সুলতানের ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়। এক পর্যায়ে নুর বারেক নামের রোহিঙ্গাকে আটক করা হয় এবং তার দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশি করে অবৈধ নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়।”

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এসপি তারিকুল ইসলাম তারিক। -আজাদী অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!