ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | মরা শাবক পাহারা দিচ্ছিল মাসহ ৩ হাতি

মরা শাবক পাহারা দিচ্ছিল মাসহ ৩ হাতি

নিউজ ডেক্স : কক্সবাজারের টেকনাফের পাহাড়ি ছড়ায় (জলাশয়) বন্যহাতির একটি মৃত শাবক উদ্ধার করা হয়েছে। বন বিভাগের ধারণা, শাবকটি মৃত অবস্থায় প্রসব হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বিকেল ৩টায় হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২ নম্বর পুটিবনিয়া শিবিরের পেছনে রইক্ষ্যংয়ের পাহাড়ি ছড়ার কাছে পাওয়া যায় মৃত শাবকটি। পরে এটি মাটিতে পুঁতে ফেলা হয়।

হোয়াইক্যং রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক (এসিএফ) তারেক রহমান জানান, স্থানীয়রা মৃত শাবকটি দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে বনকর্মীরা মৃত শাবকটি উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলেন।

বনকর্মীদের বরাত দিয়ে তিনি বলেন, ওই এলাকা দিয়ে বন্যহাতি চলাচল করতো। পানি পান করতেও ওই ছড়ায় আসতো হাতির দল। এ ছড়ার পার্শ্ববর্তী স্থানে আশ্রিত প্রায় ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাস করছেন। ধারণা করা হচ্ছে, রাতে মা হাতি শাবকটি প্রসব করেছে।

বন কর্মকর্তা তারেক রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, মা হাতিসহ তিনটি হাতি শাবকটিকে পাহারা দিচ্ছে। হয়তো শাবকটি পেটে থাকা অবস্থায় মা হাতিটি পর্যাপ্ত খাদ্য পায়নি। যে যার কারণে মা হাতি মৃত শাবক প্রসব করেছে। -জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!