Home | দেশ-বিদেশের সংবাদ | মন্দিরে প্রসাদ খেয়ে প্রাণ গেল ১১ জনের

মন্দিরে প্রসাদ খেয়ে প্রাণ গেল ১১ জনের

প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়া এক নারীকে হাসপাতালে নেয়া হচ্ছে

প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়া এক নারীকে হাসপাতালে নেয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেক্স : ভারতের একটি মন্দিরে প্রসাদ খাওয়ার পর অন্তত ১১ জন মারা গেছে। এ সময় আরো অনেক মানুষ অসুস্থ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চামারাজানগর জেলার মারাম্মা মন্দিরে গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানে ওই খাবারের আয়োজন করা হয়। মন্দিরে দীক্ষিতদের বিদায় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মন্দিরে প্রসাদ খাওয়ার পর অন্তত ৭০ জন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, অসুস্থদের মধ্যে আরো ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এই ঘটনার পর পরই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা পুলিশকে জানিয়েছেন, মন্দিরের খাবারটি বিষাক্ত হয়ে থাকতে পারে।

অনুষ্ঠানে অংশ নেওয়া একজন ব্যক্তি বলেছেন, মন্দিরে প্রসাদ হিসেবে টমেটো ভাত দেওয়া হয়েছিল। সেখান থেকে গন্ধ আসছিল। যারা সেই খাবার খায়নি, তারা ভালো আছে। যারা খেয়েছে, তারাই বমি করতে শুরু করে এবং পেটে ব্যথা হয়।

এই ঘটনায় কর্ণাটক রাজ্য সরকার শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!