ব্রেকিং নিউজ
Home | সাহিত্য পাতা | ভালো নেই ভালো আছি

ভালো নেই ভালো আছি

230

___ফিরোজা সামাদ___

ভালোতো অাছি বলেই বাঁচি
বাঁচেনা নারী সম্ভ্রম,
রাস্ট্র অাছে অামাদের মাঝে
সেই বা কিসে কম ?

ভালোতো অাছি কেমনে বাঁচি
কোলো মোর শিশুকন্যা,
কার কাছে যাই কেমনে বাঁচাই
সর্বোত্রই যে হায়েনা !!

ভালোতো অাছি জীবনে বাঁচি
এই তো পরম পাওয়া,
বাঁচেনা কেবল অঙ্গ প্রত্যঙ্গ
তাতে কি অাসা যাওয়া?

ভালোতো অাছি এই সুখে নাচি
অাতঙ্কে কাটে দিন,
কখন কোথায় প্রানটি হারায়
অসময়ে অর্বাচীন !!

রাস্ট্রের তরে প্রান যাক ঝরে
হোক হাহাকার অার্তনাদ,
তবুও মোদের রাস্ট্র থাকুক
নিশ্চিন্ত ও নিরাপদ !!

অামরা এখন জাগ্রত সৈনিক
অার কতো রবো জেগে,
রাস্ট্র সব দায় কাঁধে নিয়ে বলে
‘ঘুমাও সৈনিক’ রেগেমেগে !!

ঘুমাও যতো অাছো সুশিলজন
নাকে তেল দিয়ে থাকো,
বিসর্জন দাও মানবতা বিবেক
নীতি কথা মুখে রাখো !!

তবেই পাবে সস্হি রাস্ট্র
শান্ত হবে জনতা,
হীরক রাজার দেশেতে এমন
ছিলো যে বারতা !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!