Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | বঙ্গবন্ধুকে সোনার বাংলায় যারা নিষিদ্ধ করেছিল তারা চরমভাবে পরাজিত : ড. নদভী এমপি

বঙ্গবন্ধুকে সোনার বাংলায় যারা নিষিদ্ধ করেছিল তারা চরমভাবে পরাজিত : ড. নদভী এমপি

লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বটতলী সিটিজেন পার্ক কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃত করে স্বাধীনতা বিরোধীরা নতুন করে ইতিহাস রচনা করেছিল। কিন্তু ইতিহাস তার আপন গতিতেই চলে। তিনি বলেন, যারা শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধুকে তাঁর সোনার বাংলায় নিষিদ্ধ করেছিল, সেই ইতিহাস বিকৃতিকারীরা আজ চরমভাবে পরাজিত হয়েছে। ড. আবু রেজা নদভী এমপি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধিতারা ধর্মের দোহায় তোলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা চালিয়েছে। অথচ বঙ্গবন্ধু ছিলেন একজন খাঁটি মুসলমান। তাঁর স্বল্পকালীন শাসনামলে তিনি ইসলামের কল্যাণে অনেক উদ্যোগ গ্রহন করেছেন। তিনি আলেম ওলামাদের অত্যন্ত সম্মান করতেন। তদানীন্তন অনেক আলেম-ওলামার সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে যোগদানের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের ভিত রচনা করেছিলেন। তিনি আরও বলেন, ১৫ আগস্টের কালোরাতের নির্মমতা বাঙ্গালি মননকে গভীরভাবে বেদনাহত করে এবং শোকে মুহ্যমান হয়ে পড়ে। তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।

২৭ আগস্ট শনিবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক ফজলে এলাহী আরজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব সাফিয়া খাতুন। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া বেগম ইভা,তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, কার্যনির্বাহী সদস্যা ও স্থানীয় সাংসদের সহধর্মিণী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির রাসেল, বাংলাদেশ কৃষকলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিক, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীরে সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, শ্রী নিবাস দাশ সাগর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহিনুর হোসেন খাঁন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মালিহা জামান মালা, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ.এম গণি স¤্রাট, এস.এম. আবদুল জব্বার , দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান, জাতীয় শ্রমিক লীগ লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক আবদুল হান্নান মুহাম্মদ ফারুক, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়ন্লু আবেদিন জনু কোম্পানী, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, পুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, পদুয়া ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ হারুনুর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, তাঁতীলীগের সভাপতি নাছির উদ্দিন, সদস্য সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান ছোবাহানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!