Home | দেশ-বিদেশের সংবাদ | পরীর পাহাড়ে ভবন নির্মাণে পরিবেশ অধিদফতরের নিষেধাজ্ঞা

পরীর পাহাড়ে ভবন নির্মাণে পরিবেশ অধিদফতরের নিষেধাজ্ঞা

ফাইল ছবি

নিউজ ডেক্স : নগরের আন্দরকিল্লা মৌজার পরীর পাহাড়ে টিলা শ্রেণির ভূমিতে নতুন করে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে পরিবেশ অধিদফতর। চট্টগ্রাম আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার্থে এ নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, গত ২৮ নভেম্বর আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার্থে অপরিকল্পিত ও অনুমোদনহীন স্থাপনাসমূহ অপসারণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-৩ শাখা থেকে চিঠি দেওয়া হয়।  

চিঠিতে তালিকা অনুযায়ী এসব স্থাপনা পাহাড় ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে উচ্ছেদ করা, আইনজীবী সমিতি কর্তৃক ইতিমধ্যে নির্মিত ভবনগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত নকশা যথাযথভাবে অনুসরণ করে নির্মাণ করা হয়েছে কি-না তা যাচাই করা, আদালত ভবনের সামনে একমাত্র ফাঁকা জায়গাটিতে যাতে কোনও অবকাঠামো নির্মাণ করা না হয়, সে বিষয়টি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সুপারিশগুলোর বিষয়ে কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার জন্যও জানানো হয়।

সেই চিঠির প্রেক্ষিতে ১৫ ডিসেম্বর পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম আদালত ভবনের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষার্থে অপরিকল্পিত এবং অনুমোদনবিহীন স্থাপনাসমূহ অপসারণের জন্য তিনটি নির্দেশনা প্রদান করা হয়। তন্মধ্যে ‘ঘ’ অনুচ্ছেদে আদালত ভবনের সামনে একমাত্র ফাঁকা জায়গাটিতে কোনও অবকাঠামো নির্মাণ না করার জন্য চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিকে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।  

পরিবেশ অধিদফতরের (চট্টগ্রাম মহানগর) পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘চট্টগ্রাম জেলার আন্দরকিল্লা মৌজার বিএস ১ নম্বর খাস খতিয়ানের বিএস ৩৫১৭, ৩৫০১ নম্বর দাগের অন্দরে মোট ১.৮০৮৪ একর টিলা শ্রেণির ভূমিতে নতুন করে যেকোনও ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ করা যাবে না’।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর থেকে পাঠানো বিজ্ঞপ্তিটি আমরা পেয়েছি। সেখানে আন্দরকিল্লা মৌজার টিলা শ্রেণির ওই ভূমিতে নতুন করে স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা রয়েছে। -বাংলানিউজ  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!