ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ‘নেশা করে’ ঘুমিয়ে পড়ল ২৪ হাতি!

‘নেশা করে’ ঘুমিয়ে পড়ল ২৪ হাতি!

আন্তর্জাতিক ডেক্স : শিরোনাম পড়ে অবাক হলেও সত্যই ঘটেছে ঘটনাটি। ভারতের ওড়িশার কেওনঝড় জেলার শিলিপাড়ার কাজু ফরেস্টে ঘটনাটি ঘটে। নেশাগ্রস্ত হাতিগুলোকে ঘুম থেকে জাগাতে ঢোল বাজিয়েছিলেন স্থানীয়রা।

দ্য ইন্ডিয়ান এঙপ্রেসের খবরে বলা হয়, সমপ্রতি হাতির নেশা করার ঘটনাটি ঘটে। আসলে কাজু ফরেস্টের ভেতর মদ তৈরি করতে মহুয়া ফুল ভিজিয়ে রেখেছিলেন স্থানীয়রা। সেই পানি খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে ২৪টি হাতির পাল। পরে তারা ঘুমিয়ে পড়ে। ঘটনার পরদিন স্থানীয় চাষিরা মদ প্রক্রিয়ার জন্য বনের ভেতর যান। যেখানে মহুয়া ফুল ভিজিয়ে রাখা হয়েছিল, তার চারপাশে হাতিদের ঘুমিয়ে থাকতে দেখেন তারা।

পিটিআই বলছে, বনের ২৪টি হাতি নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘটনাটি জানাজানির পর স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় জঙ্গলে। ঢোলে বাড়ি দিয়েও হাতিগুলোকে ঘুম থেকে তোলা যাচ্ছিল না। পরে বনবিভাগকে খবর দিলে সদস্যরা এসে ঢোল বাজাতে থাকেন। এক পর্যায়ে হাতিগুলোর ঘুম ভাঙে। সবগুলো হাতি সুস্থ আছে বলে জানিয়েছে ওড়িশার বন বিভাগ। পাটনা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা ঘাসিরাম পাত্র এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢোল বাজিয়ে তোলার পর হাতিগুলো ধীরে ধীরে বনের ভেতর চলে যায়। এটি নিশ্চিত নয় তারা মহুয়া ভেজানো পানি খেয়েছিল কিনা। হয়ত তারা ওই জায়গাটিতে বিশ্রাম নিচ্ছিল। খবর বাংলানিউজের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!