Home | দেশ-বিদেশের সংবাদ | নাইজেরিয়ায় কারাগারে হামলা, পালিয়েছে ১৮০০ বন্দি

নাইজেরিয়ায় কারাগারে হামলা, পালিয়েছে ১৮০০ বন্দি

আন্তর্জাতিক ডেক্স : আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এ ঘটনার সময় কারাগার থেকে এক হাজার ৮০০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানিয়েছে।

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ওয়েরি শহরের কারাগারে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরক ব্যবহার করে সেখানকার প্রশাসনিক ব্লক উড়িয়ে দেয় তারা। এরপর তারা কারাগারের ভেতরে প্রবেশ করে।

নাইজেরিয়ান কারেকশনাল সার্ভিস জানিয়েছে, সশস্ত্র দুর্বৃত্তদের হামলার পর দেশটির ইমো প্রদেশের একটি কারাগার থেকে মোট এক হাজার ৮৪৪ জন বন্দি পালিয়ে গেছে।

সংস্থাটি জানিয়েছে, সোমবার (৫ এপ্রিল) সকালে ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা ট্রাক ও বাসে করে এসে ওয়েরি বন্দিশিবিরে হামলা চালায়। দেশটির পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্বৃত্তরা রকেট-চালিত গ্রেনেড, মেশিন গান, বিস্ফোরক ও রাইফেল নিয়ে কারাগারে হামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!