Home | দেশ-বিদেশের সংবাদ | ডাকসুতে ভিপি পদে পুনর্নির্বাচন দাবি ছাত্রলীগের একাংশের

ডাকসুতে ভিপি পদে পুনর্নির্বাচন দাবি ছাত্রলীগের একাংশের

pro-bg20190312113433

নিউজ ডেক্স : ডাকসু নির্বাচনের ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। খবর বাংলানিউজের।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাতে ডাকসুর ভিপি হিসেবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরকে নির্বাচিত ঘোষণা করা হয়। রাত ৩টা ২৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর পরপরই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। তারা কারচুপির অভিযোগ এনে ভিপি পদে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন।

এর আগে সোমবার (১১ মার্চ) ভোট শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হিসেবে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূরের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে নূরুল হক নূর পান ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্মিলিত শিক্ষার্থী সংসদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!