Home | দেশ-বিদেশের সংবাদ | টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে : ড. মোমেন

টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে : ড. মোমেন

নিউজ ডেক্স : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, টিকার জন্য আমরা চেষ্টা করছি। তবে টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে। মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, টিকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। তবে টিকা নিয়ে সবাই মুলা দেখাচ্ছে। টিকা পেতে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেটকে চিঠি দিয়েছি। যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় আমাদের টিকা দেবে। তবে কবে, কীভাবে দেবে সেটা এখনও জানা যায়নি।

ড.মোমেন জানান, যেসব দেশে টিকা মজুত আছে, সেসব দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। দেখা যাক কী হয়। বাংলানিউজ

অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, অনেক ধনী দেশই মিয়ানমারের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তারা মুখে মুখে মানবতার কথা বললেও গত চার বছরে মিয়ানমারের সঙ্গে ৩ থেকে ১৫ শতাংশ বাণিজ্য বাড়িয়েছে। অনেকগুলো ধনী দেশ ২৪ বিলিয়ন ডলারের ব্যাংক গ্যারান্টি দিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!