ব্রেকিং নিউজ
Home | শীর্ষ সংবাদ | ঝিনুকের নীরব কোলাহল

ঝিনুকের নীরব কোলাহল

______ফিরোজা সামাদ ______

বিকেল বেলায় কংক্রিটের নগর দেখেও
আমি চমকে উঠি বারংবার
কারণ,এ যেনো অাগুনমুখো এক নগর
এখানে সহজ সরল জোছনাও প্রতিনিয়ত
খেলে যায় লুকোচুরি খেলা
বসন্তের দখিনা বাতাসে জড়িয়ে থাকে
বিরহ দুঃখ বিষাদের গন্ধ
সমর্পিত জাগরণে ভালোবাসার উত্তাপ ছড়ায়
কোনো নিসর্গের শরীর
জোয়ারের পুলকে অভিমানী অার্তনাদ ও
স্বপ্নহীন চোখে ধুসর দৃষ্টি ||

গহীন রাতের নিভু নিভু প্রদীপের অালোকরশ্মীতে
চলার পথের সীমান্তে দেখি চাকচিক্যময় অলঙ্কার
যা অত্যন্ত দূরুহ
মনেও অাগুন জ্বলে হেমন্তের হিমেল হাওয়ায়
ভালোবাসার দরিয়ায় ভেসে যেতে যেতে দেখি
ফিনকি দেয়া জোছনা তীরের মতো
বিদ্ধ হয় হৃদয়ের অন্তঃপুরে ||

কিন্তু ;
কেউ দেখতে পায়না হেথায় গনগনে অাগুনে
পুড়ে অঙ্গার হয় রক্তমাংসে গড়া একটি
চিরসবুজ সতেজ মন
বহুকাল হেঁটেছি অামি সাগর তীরে
শুনেছি বুকের মধ্যিখানে মুক্তো নিয়ে
ঝিনুকের নীরব কোলাহল
একদা অসাধারণ এক গাঢ়ো সবুজ নিয়েছিলাম
অামি গহীন অরণ্য থেকে
কিন্তু ; রাক্ষুসে লতারা প্যাচানো ঢেউ হয়ে
ছড়িয়ে পড়ে অামারই চলার পথপ্রান্তে ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!