ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | জার্মানিতে টিকা নিয়েও করোনায় আক্রান্ত ১৪ জন

জার্মানিতে টিকা নিয়েও করোনায় আক্রান্ত ১৪ জন

জার্মানিতে টিকা নিয়েও করোনায় আক্রান্ত একই নার্সিংহোমের ১৪ জন

আন্তর্জাতিক ডেক্স : করোনাভাইরাসের টিকার দুই ডোজ নেওয়ার পরও জার্মানির একটি নার্সিংহোমে ১৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটিতে লকডাউন তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন বাভারিয়া অঙ্গরাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জার্মানির ওসনাব্রুক শহরের বেল্ম এলাকার একটি নার্সিংহোমের সব বাসিন্দাকে বায়োএনটেক-ফাইজারের টিকা দেওয়া হয়েছিল। দুই ডোজের টিকার দ্বিতীয় ডোজ তাদের দেওয়া হয় গত ২৫ জানুয়ারি। তারপরও ওই নার্সিংহোমে গত সপ্তাহের শেষদিকে করোনা পরীক্ষায় ১৪ জনের শরীরে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। অথচ পরীক্ষার আগে তাদের কারো মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। তাদের সংক্রমিত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় সরকারের এক মুখপাত্র এসব তথ্য জানান।

এদিকে, জার্মানিতে করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকি এড়াতে লকডাউন শিগগিরই তুলে না দিতে সরকারকে সতর্ক করেছেন বাভারিয়া অঙ্গরাজ্যের প্রধান প্রশাসনিক কর্মকতা মার্কাস স্যোয়ডার। মহামারি নিয়ন্ত্রণে বিধিনিষেধ নিয়ে আলাপকালে জার্মান সংবাদমাধ্যম এআরডিকে এ কথা জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!