ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | জনবিচ্ছিন্নরা আগামী নির্বাচনে নৌকা প্রতীক পাবার সম্ভাবনা নেই : লোহাগাড়ায় মন্ত্রী কাদের

জনবিচ্ছিন্নরা আগামী নির্বাচনে নৌকা প্রতীক পাবার সম্ভাবনা নেই : লোহাগাড়ায় মন্ত্রী কাদের

02

এলনিউজ২৪ডটকম : আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ভালো মানুষের প্রয়োজন বেশী। যারা মানুষের কল্যাণে কাজ করেন না কিংবা মানুষের সাথে যাদের সম্পর্ক নেই তারা আগামী নির্বাচনে নৌকার টিকেট পাওয়ার সম্ভাবনা নেই। আজ থেকে স্থানীয় সংসদ সদস্য আবু রেজা নদভীর সাথে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কোন দ্বন্দ্ব ও দূরত্ব নেই। আজকের জনসমাবেশে সবাই এক মঞ্চে এসে সামিল হয়েছে। এ জনসমাবেশ জনসমুদ্রে পরিণত করার মাধ্যমে আওয়ামীলীগ-নদভীর মধ্যে ঐক্যই প্রমাণ করেছে। আমিন-নদভী ভাই ভাই, নৌকা মার্কায় ভোট চাই। আজ৪ নভেম্বর সন্ধ্যায় বটতলী মোটর ষ্টেশনে বাংলাদেশ আওয়ামীলীগ লোহাগাড়া উপজেলার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপরোক্ত কথা বলেন।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায়  অনুষ্ঠিত এ জনসমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাতকানিয়া- লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ নেতা বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, শাহ নেওয়াজ চৌধুরী শাহিন, বিজয় কুমার বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হাকিম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, মোঃ আনিছ উল্লাহ, ফরিদ আহমদ, মুজিবুর রহমান, মোঃ মিয়া ফারুক, শাহজাদা তৈয়বুল হক বেদার, দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোঃ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফরিদ উদ্দিন, স্বেচ্ছসেবকলীগের আহবায়ক নুরুল কবির সলিল, ছাত্রলীগের আহবায়ক রিদওয়ানুল হক সুজন, যুগ্ম আহবায়ক তৌহিদুল হাসান, মিজানুর রহমান, একেএম পারভেজ, মোর্শেদুল আলম নিবিলসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!