Home | দেশ-বিদেশের সংবাদ | চিকিৎসাধীন নওয়াজ শরিফকে জামিন দিল আদালত

চিকিৎসাধীন নওয়াজ শরিফকে জামিন দিল আদালত

214242new

আন্তর্জাতিক ডেক্স : শারীরিক অসুস্থতার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দিল লাহোর হাইকোর্ট। গত সোমবার থেকে পাকিস্তানের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করানো হয় নওয়াজ শরিফকে। 

ওই রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর পর নওয়াজের জামিনের আবেদন করেন তার ভাই তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। শুক্রবার সেই আবেদন মঞ্জুর করে লাহোর হাইকোর্টের দুই সদস্যের একটি বেঞ্চ।

শাহবাজ জানান, নওয়াজের রক্তে অনুচক্রিকার পরিমাণ একেবারে কমে গেছে। জামিনের শুনানিতে নওয়াজের আইনজীবী আসতার আওসাফ জানান, নওয়াজের শারীরিক অবস্থা ‘অত্যন্ত শোচনীয়’ এবং তাকে অবিলম্বে জামিন দেওয়া হোক।

প্রসঙ্গত,  আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে গত বছরের ডিসেম্বর থেকে লাহৌরের কোট লাখপত জেলে ছিলেন তিনি। আজ অবশ্য নওয়াজের শারীরিক অবস্থার কারণে এনএবি-র আইনজীবী তার জামিনের আবেদনের বিরোধিতা করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!