Home | দেশ-বিদেশের সংবাদ | চসিক নির্বাচন : পুরনো আছেন ২৭ জন বাদ পড়লেন ১৯

চসিক নির্বাচন : পুরনো আছেন ২৭ জন বাদ পড়লেন ১৯

নিউজ ডেক্স : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়রের পর এবার কাউন্সিলর পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিল মোট ৪০৯ জন। তাদের মধ্যে ৫৫ জনকে (সাধারণ ওয়ার্ডের ৪১ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের ১৪জন) গতকাল দলীয় মনোনয়ন দেয়া হয়। বুধবার বিকেল ৫টায় আওয়ামী লীগ সভাপতি-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বর্তমান সিটি কর্পোরেশনের ৪১ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৩৫ জন আওয়ামী লীগের দলীয় কাউন্সিলর। বাকি ৬ জন বিএনপি-জামায়াত সমর্থিত। আওয়ামী লীগের বর্তমান ৩৫ কাউন্সিলরের মধ্যে ২১ জন পুনরায় দলীয় মনোনয়ন পেয়েছেন। ১৪ জন মনোনয়ন বঞ্চিত হয়েছেন। – আজাদী

অপরদিকে সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৬ জন আবারো দলীয় মনোনয়ন পেলেন, আর নতুন এলেন ৮ জন। মনোনয়ন পাওয়া ৪১ সাধারণ ওয়ার্ডে ৪১ জন এবং ১৪ সংরক্ষিত ওয়ার্ডে ১৪জন মহিলা কাউন্সিলররা হলেন, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ ইব্রাহিম, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর কফিল উদ্দিন খান, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মো: সাইফুদ্দিন খালেদ, ৫ নম্বর মোহরা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ কাজী নুরুল আমিন, ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর এম আশরাফুল আলম, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মো. মোবারক আলী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মো. মোরশেদ আলম, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়া, ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল, ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের আহ্বায়ক মো. নুরুল আমিন, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর যুবলীগের সদস্য মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহীদুল আলম, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ হারুন অর রশিদ, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. নুরুল আলম, ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর জামালখান ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ছলিম উল্লাহ, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর নাজমুল হক, ২৫ নম্বর রামপুর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটন, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ চৌধুরী, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. আব্দুস সালাম, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর জহুর লাল হাজারী, ৩৩ নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পুলক খাস্তগীর, ৩৫ নম্বর বঙির হাট ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাজী নুরুল হক, ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর জিয়াউল হক সুমন, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী।

এদিকে ১৪ সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন-সংরক্ষিত ১ নম্বর (ওয়ার্ড নম্বর ১, ২ ও ৩) থেকে বর্তমান কাউন্সিলর সৈয়দা কাশপিয়া নাহরিন, সংরক্ষিত ওয়ার্ড-২ (ওয়ার্ড নম্বর ৪, ৫ ও ৬) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিল জোবাইরা নার্গিস খান, সংরক্ষিত ওয়ার্ড-৩ (ওয়ার্ড নম্বর ৭ ও ৮) থেকে মনোনয়ন পেয়েছেন ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম।

সংরক্ষিত ওয়ার্ড-৪ (ওয়ার্ড নম্বর ৯, ১০ ও ১৩) থেকে মনোনয়ন পেয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য তছলিমা বেগম নূরজাহান, সংরক্ষিত ওয়ার্ড-৫ (ওয়ার্ড নম্বর ১৪, ১৫ ও ২১) থেকে মনোনয়ন পেয়েছেন ২১ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সদস্য শিউলি দে, সংরক্ষিত ওয়ার্ড-৬ (ওয়ার্ড নম্বর ১৭, ১৮, ১৯) থেকে মনোনয়ন পেয়েছেন ১৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য শাহিন আকতার রোজী, সংরক্ষিত ওয়ার্ড-৭ (ওয়ার্ড নম্বর ১৬, ২০, ৩২) থেকে মনোনয়ন পেয়েছেন ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা রুমকি সেনগুপ্ত।

সংরক্ষিত ওয়ার্ড-৮ (ওয়ার্ড নম্বর ২২, ৩০, ৩১) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর নীলু নাগ, সংরক্ষিত ওয়ার্ড-৯ (ওয়ার্ড নম্বর ১২, ২৩ ও ২৪) থেকে মনোনয়ন পেয়েছেন ২৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য নুর আকতার প্রমা, সংরক্ষিত ওয়ার্ড-১০ (ওয়ার্ড নম্বর ১১, ২৫, ২৬) থেকে মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হুরে আরা বেগম, সংরক্ষিত ওয়ার্ড-১১(ওয়ার্ড নম্বর ২৮, ২৯, ৩৬) থেকে মনোনয়ন পেয়েছেন ৩৬ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিট আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জিন্নাত আরা বেগম, সংরক্ষিত ওয়ার্ড-১২ (ওয়ার্ড নম্বর ২৭, ৩৭, ৩৮) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর আফরোজা কালাম, সংরক্ষিত ওয়ার্ড-১৩ (ওয়ার্ড নম্বর ৩৩, ৩৪, ৩৫) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর বেগম লুৎফুন্নেছা দোভাষ বেবী, সংরক্ষিত ওয়ার্ড-১৪ (ওয়ার্ড নম্বর ৩৯, ৪০, ৪১) থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানুর বেগম।

এদিকে বর্তমান কাউন্সিলরদের মধ্যে বাদ পড়েছেন, ১ নম্বর ওয়ার্ডে তৌফিক আহমদ চৌধুরী, ২ নং জালালাবাদ ওয়ার্ডে সাহেদ ইকবাল (বাবু), ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জহুরুল আলম জসিম, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে মোরশেদ আকতার চৌধুরী, ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে সাবের আহম্মেদ, ১৩ নং পাহাড়তলী ওয়াডে মোহাম্মদ হোসেন হিরণ, ১৪ নং লালখান বাজার ওয়ার্ডে আবুল ফজল কবির আহমদ (মানিক), ২৫ নং রামপুর ওয়ার্ডে এস এম এরশাদ উল্লাহ, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে এইচ এম সোহেল, ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডে আবদুল কাদের, ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে মাজহারুল ইসলাম চৌধুরী, ৩১ নং আলকরণ ওয়ার্ডে তারেক সোলেমান সেলিম, ৩৩ নং পিরিঙ্গি বাজার ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে হাজী জয়নাল আবেদিন।

আর সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর আছেন ১১ জন। এর মধ্যে ৬ জন আবারো মনোনয়ন পেয়েছেন। বাদ পড়েছেন ৫ জন। তারা হলেন, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভীন জেসি, ৯, ১০, ১৩ নং ওয়ার্ডে আবিদা আজাদ, ১৬,২০, ৩২ নম্বর ওয়ার্ডে আনজুমান আরা, ১২, ২৩, ২৪ নম্বর ওয়ার্ডে ফারহানা জাবেদ এবং ২৮, ২৯, ৩৬ নম্বর ওয়ার্ডে ফেরদৌসী আকবর।

মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ : এদিকে ১৪, ১৫ এবং ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সৈয়দা শাহান আরা বেগম এবং নবুয়াত আরা সিদ্দিকা দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, আমরা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে আমাদেরকে মূল্যায়ন করা হয়নি। মহিলা কাউন্সিলর পদে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি জামালখান এলাকায় নতুন ভোটার হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!