ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

চট্টগ্রামে পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

ikbal-bahar20170411191005

নিউজ ডেক্স : চট্টগ্রামে পহেলা বৈশাখ উদযাপনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে নগরীতে মোতায়েন থাকবে দেড় হাজার পুলিশ সদস্য। এছাড়া শোভাযাত্রার নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে সোয়াত টিম।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিএমপি কমিশনার ইকবাল বাহার।

কমিশনার ইকবাল বাহার বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। জনগণ যাতে নিরাপদে এ উৎসব পালন করতে পারে তার জন্য নগরীর ডিসি হিল, সিআরবির সিরিস তলা ও পতেঙ্গা এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। পুলিশের পাশাপাশি র‌্যাবের কন্ট্রোল রুম ও থাকবে।

শোভা যাত্রায় মুখোশ ব্যবহার করা যাবে না। বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। এছাড়া মোটরসাইকেলে একজনের বেশি আরোহী থাকতে পারবে না।

পুলিশ কমিশনার বলেন, এটি একটি সামাজিক উৎসব। সামাজিকভাবে এর নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হবে। এছাড়া উৎসবস্থলে পুলিশের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!