ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | কিছু প্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে LohagaraNews24.com চতুর্থ বর্ষে পদার্পণ

কিছু প্রাপ্তি এবং অপ্রাপ্তি নিয়ে LohagaraNews24.com চতুর্থ বর্ষে পদার্পণ

47

লোহাগাড়ার সর্ব প্রথম জনপ্রিয় অনলাইন পত্রিকা Lohagaranews24.com এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে সকলকে জানাই আমি ও আমার সকল সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা এবং আন্তরিক ভালবাসা। বিশেষ করে গুরুত্বপূর্ণ এ আনন্দঘন মুহুর্তে পত্রিকার ৩য় বর্ষফূর্তি উৎসবে স্মরণ করছি পত্রিকার নিয়মিত ও অনিয়মিত সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মি, উপদেষ্টা মন্ডলী, কলাকৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে। যাদের একান্ত প্রচেষ্ঠায় এই অনলাইন পত্রিকা সত্য, সুন্দর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে অনেক প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে ১লা এপ্রিল ২০১৮ইং রবিবার, ৩য় বর্ষ শেষ করে ৪র্থ বর্ষে পদার্পণ করলো। ২০১৫ সালের ১ এপ্রিল কয়েকজন সাহসী ব্যক্তিদের সমন্বয়ে এ পত্রিকার ১ম শুভ সূচনা হয়। ৩য় বর্ষ ফূর্তির বিশেষ এই আনন্দঘণ মুহুর্তে পত্রিকার মাননীয় সম্পাদক ও প্রকাশক এবং বার্তা সম্পাদক সহ সংশিষ্ট মহোদয়গণের প্রতি গেল বছরের কিছু প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আমার পরামর্শ থাকবে সাহিত্য বিভাগে প্রকাশিত গুরুত্বপূর্ণ লেখাগুলো নিয়ে প্রতিবর্ষ পূর্তিতে একটি বিশেষ ম্যাগাজিন বই প্রিন্ট আকারে প্রকাশ করলে পত্রিকার মান আরো দ্রুত বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। তবে উল্লেখ্য যে আপনাদের পত্রিকার সাংবাদিক পরিচয়ে কেউ অসৎ উপায়ে চাঁদাবাজী করে পত্রিকার মান ক্ষূন্ন করছে কিনা সেদিকেও লক্ষ রাখা প্রয়োজন। কোন অসৎ, অল্প শিক্ষিত মূর্খ ব্যক্তির অপশক্তির কু-প্রভাব যাতে আপনাদের পত্রিকায় না পড়ে সে বিষয়ে অধিক সচেতন থাকতে হবে। Lohagaranews24.com পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলের কাছে আমার আরো পরামর্শ থাকবে আপনারা গুরুত্বপূর্ণ স্পট নিউজগুলোর ফলোআপ বা খবরের পিছনের খবর ছাপানোর প্রচেষ্ঠা থাকতে হবে। কারণ পাঠকেরা এ ধরণের নিউজের জন্য অধির আগ্রহে চেয়ে থাকে। পত্রিকার শুভ সূচনার বছরে আপনারা যেভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দিবসগুলো উদযাপন করেছেন। পরবর্তি বছরে এ ধরণের কর্মকান্ড তেমন পরিলক্ষিত হয়নি। আশা রাখি ভবিষ্যতে আপনারা এ বিষয়ের প্রতি একটু নজর দেবেন। দক্ষিণ চট্টগ্রাম তথা লোহাগাড়ার জনপ্রিয় এই অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ সহ বিশ্বের সকল প্রবাসীদের নিকট একটি যুগান্তকারী মডেল পত্রিকা হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকার প্রত্যাশায়-

-কবি মুহাম্মদ সোলাইমান
শিক্ষক-গৌড়স্থান উচ্চ বিদ্যালয়, লোহাগাড়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!