Home | দেশ-বিদেশের সংবাদ | কাবা প্রাঙ্গণে বাংলা ভাষায় উত্তর দেবে চলন্ত রোবট

কাবা প্রাঙ্গণে বাংলা ভাষায় উত্তর দেবে চলন্ত রোবট

আন্তর্জাতিক ডেক্স : মক্কার পবিত্র মসজিদুল হারামে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর টাচস্ক্রিন রোবট। এসব রোবট বাংলা-ইংরেজিসহ অন্তত ১১ ভাষায় মুসল্লিদের প্রশ্নের উত্তর দেবে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, পবিত্র কাবা প্রাঙ্গণে ওমরাযাত্রীদের জন্য বিশ্বের ১১ ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সেবা দেবে চার চাকার রোবটগুলো। রিমোট কন্ট্রোল এসব রোবট আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফার্সি, তার্কিশ, চাইনিজ, বাংলা ও হাউসাসহ মোট ১১ ভাষায় ইসলামী বিষয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়ে মুসল্লিদের সহায়তা করবে।

২১ ইঞ্চির টাচস্ক্রিনের রোবটের সাহায্যে মুসল্লিরা যেকোনো উদ্বেগজনক পরিস্থিতিতে করণীয়, নানা ধরনের দিকনির্দেশনা ও মতপ্রকাশে সহায়তা পাবে। স্মার্ট স্টপেজ সিস্টেম অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তির রোবটটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে।  

অনেক আগে থেকেই পবিত্র মসজিদুল হারাম থেকে পরিচালিত দূরশিক্ষণের মাধ্যমে পবিত্র কোরআন ছয় ভাষায় পাঠদান করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে স্মার্ট কোরআন ও ই-ডিভাইস চালু রয়েছে। এ কারণে দৃষ্টিপ্রতিবন্ধীরাও ব্রেইল পদ্ধতিতে কোরআন শরীফ পাঠ করতে পারেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!