ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কর্ণফুলীতে ১২ জাহাজকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

কর্ণফুলীতে ১২ জাহাজকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

bg20200206221957

নিউজ ডেক্স : দেশের প্রধান সমুদ্রবন্দরে দেশি-বিদেশি জাহাজ আসা যাওয়ার চ্যানেল হিসেবে ব্যবহৃত কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২ জাহাজকে জরিমানা করা হয়েছে।

জাহাজগুলো হচ্ছে-এমটি মার্কেন্টাইল-১৯, এমটি শাহ আমানত-২,  এমটি স্কাই,  এমটি সি ভিউ, এমভি ভেনচূড়া-২, এমটি এনার্জি-৪,  এমভি ইউনিকো- ১৫,  এমভি মা আমেনা,  এমটি আমেনা,  এমটি মদিনা -২, এমটি ইমদাদ এবং এমভি তুষার অ্যান্ড শিশির। -বাংলানিউজ

আন্তর্জাতিক রুটের জাহাজ চলাচলের স্থানে অবৈধভাবে নোঙর করা লাইটার, অয়েল ট্যাংকার, ওভার লোডিং বাল্ক হেড, ফিশিং ট্রলারকে বেআইনি কর্মকাণ্ডের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এ অভিযানে নেতৃত্ব দেন। বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চলে।

বন্দর সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর্ণফুলী চ্যানেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বেশ কয়েকজন জাহাজের লোককে আটক করা হয়। এরপর তাদের সতর্ক ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!