ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কমল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম

কমল ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম

নিউজ ডেক্স: আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে দাম সমন্বয় শুরুর প্রথম মাসে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন ৭৫ পয়সা থেকে সর্বোচ্চ ৪ টাকা পর্যন্ত কমেছে।

প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা থেকে কমে হয়েছে ১০৮ টাকা ২৫ পয়সা। পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমে ১২২ টাকা হয়েছে। আর অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমে ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি তেলের দাম এই হারে পুনর্নির্ধারণ করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নতুন দরে তেল মিলবে পাম্পে।

অর্থাৎ, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৭৫ পয়সা; পেট্রোলে ৩ টাকা এবং অকটেনে ৪ টাকা কমেছে। তাতে অকটেন ও পেট্রল ব্যবহারকারী গাড়ি ও মোটরসাইকেলের খরচ যতটা কমবে ডিজেল ব্যবহারকারী বাস বা ট্রাকভাড়া ততটা কমবে না।

ভর্তুকির চাপ এড়াতে ২০২২ সালের অগাস্টে জ্বালানি তেলের দাম গড়ে ৪২ শতাংশ বাড়ানো হয়। ব্যাপক সমালোচনার মুখে ২৩ দিনের মাথায় প্রতি লিটারে ৫ টাকা করে কমানো হয় দাম তেলের দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!