Home | দেশ-বিদেশের সংবাদ | কক্সবাজারে প্রশ্নফাঁস চক্রের সদস্য গ্রেফতার

কক্সবাজারে প্রশ্নফাঁস চক্রের সদস্য গ্রেফতার

30709306_164748530856922_4010694727916584960_n

নিউজ ডেক্স : কক্সবাজারের সদরের খুরসকুর এলাকায় অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৭ (চট্টগ্রাম) এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ঈদগাঁও রাস্তার মা টেলিকম সেন্টারের সামনে এই অভিযান চালানো হয়। আটক সদস্য মোবারক হোসেন (১৯) ওই এলাকার মো. কাশেমের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মিমতানুর রহমান বলেন, কক্সবাজার সদরের মোবারক হোসেন বাড়ি বসে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার আগে মোবাইল ফোনের মাধ্যমে সরবরাহ করেন।

‘এ কাজ করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে প্রশ্নফাঁসের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ও তিনটি সিম পাওয়া গেছে ।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে মিমতানুর রহমান বলেন, ‘ফেইসবুকের একটি গ্রুপের মাধ্যমে তার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যোগাযোগ হয়। পরে বিভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত হন মোবারক হোসেন।

‘এসব গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। তাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষার্থীদের কাছে বেঁচে বিকাশের মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন আর ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নপত্র পাঠিয়ে দিতেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!