Home | শীর্ষ সংবাদ | একুশে গ্রন্থমেলায় নাসরিন খান পাঠানের “ছায়াপথে একলা হাঁটি”

একুশে গ্রন্থমেলায় নাসরিন খান পাঠানের “ছায়াপথে একলা হাঁটি”

51121257_2295884690644469_5483007309372194816_o

এলনিউজ২৪ডটকম : অমর একুশে জাতীয় গ্রন্থমেলায় লেখক কবি নাসরিন খান পাঠানের “ছায়াপথে একলা হাঁটি” নামে একটি বই প্রকাশিত হয়েছে। পানকৌড়ি প্রকাশনা থেকে এই বইটি প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দি উদ্যানের ২৯৮ নং স্টলে এবং বাংলা একাডেমি মাঠে ১৬ নং স্টলে।

নাসরিন খান পাঠান বলেন, বই মানুষের পরম বন্ধু। বইয়ের চেয়ে আপন কেউ হতে পারে না। তিনি সকলকে বেশী বেশী বই পড়া ও অমর একুশে জাতীয় গ্রন্থমেলায় একবার হলেও ঘুরে আসার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী অমর একুশে জাতীয় গ্রন্থমেলা উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!