Home | দেশ-বিদেশের সংবাদ | এইডস আক্রান্ত দু’রোহিঙ্গা নারী চমেকে ভর্তি

এইডস আক্রান্ত দু’রোহিঙ্গা নারী চমেকে ভর্তি

144615CMC_Kalerkantho_pic

নিউজ ডেক্স : এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছেন। গতকাল রবিবার রাতে কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে তাদের পাঠানো হয় বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

তিনি বলেন, এইচআইভি ভাইরাস আক্রান্ত নারীদের একজনের বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর।

এইডস আক্রান্ত এই দুই নারীর সঙ্গে সাপের কামড় খাওয়া এক যুবককেও কুতুপালং শরণার্থী শিবির থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। সেখান থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে প্রথম দিকে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের বেশির ভাগের ছিল গুলি ও বোমার জখম। এখন নানা রোগে আক্রান্তরাও আসছেন। চিকিৎসা শেষে রোহিঙ্গাদের আবার কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হচ্ছে। -কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!