ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | ই’তিকাফের পরিচয়

ই’তিকাফের পরিচয়

265

এম সোলাইমান কাসেমী : ই’তিকাফ শব্দটি অারবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো কোনো স্হানে অবস্হান করা। রমযান মাসের শেষ ১০ দিন অথবা অন্য কোনোদিন দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে পরিবার-পরিজন থেকে পৃথক হয়ে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্হান করার নাম ই’তিকাফ। মহিলাদের জন্য ঘরে একটু নিরিবিলি স্হানে এভাবে অবস্হান করাকেও শরী’য়াত অনুমতি প্রদান করেছে। এভাবে একদিনের জন্যও অাল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে থাকলে ই’তিকাফের সাওয়াব হয়।

রাসূল সা: রমযান মাসের শেষ দশদিন মসজিদে ই’তিকাফ করতেন এবং তাঁর সাহাবীগণ অনুরূপ করতেন। রমযানের শেষ ১০ দিন ই’তিকাফ করা সুন্নাত। প্রতি মহল্লার মসজিদে ঐ এলাকার সকলের পক্ষে একজন রমযানের ২০ তারিখ সূর্যাস্তের পূূর্ব থেকে ঈদের পূূর্বদিন অর্থাৎ, ২৯ বা ৩০ তারিখ সূর্যাস্ত পর্যন্ত সময় ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্হান করা সুন্নাতে মুয়াক্কদায়ে কিফায়া। মহল্লার কেউই যদি ই’তিকাফে না বসে তাহলে গোটা মহল্লাবাসী গুনাহগার হবে।

লেখক : শিক্ষক ও এম.ফিল গবেষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!