Home | দেশ-বিদেশের সংবাদ | আমির খসরুর নির্বাচনী প্রচারণায় হামালার অভিযোগ

আমির খসরুর নির্বাচনী প্রচারণায় হামালার অভিযোগ

1-bg-amir20181212203500

নিউজ ডেক্স : চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগে হামলায় এক মহিলাসহ ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে মাঝিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমির খসরুর ব্যক্তিগত সহকারী মো. সেলিম।

বিএনপির নেতারা জানান, দুপুরে নগরীর কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড থেকে মাঝিরঘাট পর্যন্ত ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর গণসংযোগ চলছিল। এ সময় গণসংযোগকারী দলের পেছনে থাকা বিএনপি কর্মীদের উপর অতর্কিত হামলা করে কয়েকজন যুবক। এতে এক নারীসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় কর্মী আহত হয়।

এদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী টিটু, ছাত্রদল কর্মী রানা, শিশির ও তানভীর।

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম রাশেদ খান দাবি করেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও উল্টো বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে।

এদিকে সদরঘাট থানার ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় বিএনপি ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার বিষয়ে কিছু জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!