ব্রেকিং নিউজ
Home | লোহাগাড়ার সংবাদ | আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৯ম দিবস

আজ চুনতী সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৯ম দিবস

78

এলনিউজ২৪ডটকম : আজ ১৯ ডিসেম্বর সোমবার ঐতিহ্যবাহী চুনতীতে ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সঃ) মাহফিলের ৯ম দিবস। চুনতী শাহ মঞ্জিল সীরাত ময়দানে এ মাহফিল চলছে।

বাদ আছর অধিবেশনে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের বাকলিয়া মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি। “জুমার নামা ও জুমাবারের ফজিলত। জুমার নামাজের পূর্বাপর সুন্নাত ও নফল সমূহের প্রামাণ্য আলোচনা” বিষয়ে ওয়ায়েজ করবেন চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী।

বাদ মাগরিব অধিবেশনে “রাসুল (স.)- এর সুন্নাতের অনুসরণের প্রয়োজনীয়তা, রাসূল (স.)- এর সুন্নাত সমূহ বিজ্ঞানসম্মত ও সর্বযুগে অনুসরনীয়” বিষয়ে ওয়ায়েজ করবেন ঢাকার বংশাল বায়তুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মুখলিছুর রহমান, “নবী করীম (স.)- এর প্রতি মুহাব্বত ঈমানের অপরিহার্য দাবি। তাঁর পদাঙ্ক অনুসরণই সঠিক মুহাব্বতের পরিচায়ক” বিষয়ে ওয়ায়েজ করবেন ঢাকার আর.কে.মিশন রোড গোপিবাগ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা বোরহান উদ্দীন আল আজিজী ও “মদীনা সনদের প্রেক্ষাপট, সনদের ধারাসমূহের পর্যালোচনা” বিষয়ে ওয়ায়েজ করবেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা রিদওয়ানুল হক নিজামী।

অনুষ্ঠিতব্য অধিবেশনে যথাসময়ে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের নেকী হাসিল করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!