ব্রেকিং নিউজ
Home | শিক্ষাঙ্গন | ৩৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

৩৭তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

psc20170104202321

নিউজ ডেক্স : বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়ের সূচি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় প্রার্থী কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি ওই বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।

পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্রে বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়িসদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ।

গত ৩০ সেপ্টেম্বর এ বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ আট হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষাসূচি পরে জানাবে পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!