আগামী ১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাইস্থ একটি অরাজনৈতিক সামাজিক উন্নয়ন মূলক সংগঠক “চুনতী সমিতি দুবাই”র প্রথম বর্ষপূর্তি। এ উপলক্ষে দুবাইস্থ দেরা নাছির স্কয়ার ল্যান্ডমার্ক হোটেলে বর্ষপূতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সমিতির সকল সদস্যকে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন “চুনতী সমিতি দুবাই”র সভাপতি মোঃ নুরুল ইসলাম (তাজু) ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান। – প্রেস বিজ্ঞপ্তি