Home | সাহিত্য পাতা | হারানো দিনের স্মৃতি

হারানো দিনের স্মৃতি

351

 ______ফিরোজা সামাদ ______

হারিয়ে গেছে অামার ছোটবেলা,
শ্যামল সবুজ গাঁয়ের সেই মধুময় দিনগুলি
স্মৃতির নদীর জলে !
বাড়ির উঠোন, অাঙ্গিনা, নারকেল- সুপারি বাগান,
অাম, জাম, অার কাঠালের মৌ মৌ গন্ধ !
পুকুরের পাড়ে ঘন বাঁশঝাড়ের পাশে
দাড়িয়ে থাকা জাম্বুরা গাছটি,
খেলার সেই সাথীরা অাজ কোথায় ?
একঝাক সাথি মিলে পাল্লা দিয়ে
ছোট্ট অাঙ্গুলের মতো কচি তেতুল
নুন ছাড়াই চিবিয়ে খাওয়ার কী স্বাদ!
অাহ্ কি দারুণ!
তোমরা কি তা জানো ?
ক্ষেতের লাল সাদা কচি মুলো অার
ফুলকুড়ি ফোটা পিয়াজ কলির স্বাদ
পেয়েছো কি কোনোদিন ?

বসন্তের অাগমনে মাদারফুল….
তেতুল অার পোড়া মরিচ নুন দিয়ে বানানো রক্ত রাঙা ঘন শরবত,
প্রাণ জুড়াতো ফাল্গুন চৈত্রের
খরতাপ ও তপ্তরোদে !
সুনীল বাতাসের সাথে হেলেদুলে
কতো কথা ফিসফিসিয়ে বলে যেতো
হলুদ সর্ষে ফুলেরা !
বেতঝোপে বেথন খুঁজে বেথনের
টক-কষালো স্বাদের সাথে
দুই শালিকের খুনসুটি অার
ওদের নীড়ে থাকা সাদা ছোট্ট
দু’টি  ডিমের ছবি জড়িয়ে থাকতো
কিশোরী চোখের তারায় !
গাঁয়ের একচালা খরের ঘরের চালায়
লতিয়ে ওঠা কুমড়োর লকলকে ডগা
টেনে নিয়ে যায় হারানো নদীর বাঁকে !!

অাষাঢ়ে রোপিত ধানক্ষেতে
বাঁশের চাঁই পেতে ধরা পাঁচমিশালী মাছ
মায়ের হাতে শুধু তেল, নুন,  হলুদ, মরিচে
রান্নার স্বাদ অাজো লেগে অাছে জিভে !!
কুড়ুলিয়া বিলের ভাদ্রের উজান জলের
অবাক করা মাছ ধরে উঠোনে জড়ো করতো,
উঠতি বয়সের নবীন যুবা ভাইয়েরা,
ঝিলের শাপলার মালা গলায় পড়ে
সাজতাম সখিদের সাথে কতোশতো !!

পুকুরের উচুপাড় থেকে নেমে
ধান ক্ষেতের মেঠো অালপথে দৌড়াদৌড়ি,
হেথায় গাছের ছায় রাখালের বাঁশির সুরে
অঘোরে ঘুমাতো অলস দুপুর,
পড়ন্ত বিকেলে পুকুরপাড়ের মাঠে
ঘনো সবুজ ঘাসের গালিচায় বৌছি খেলা
গোধুলি সন্ধ্যায় ঘাসফড়িঙ এর পিছনে
দৌড়ানোর পরে জামা প্যান্টে ল্যাংড়া
অাটকে যাওয়া অার অাযানের সুরে
দলবেঁধে ঘরে ফেরা……..
রঙিন প্রজাপতির ডানায় ওড়া
সোনালি সেইদিন,
অাজো মনে অমলিন !!

অাচ্ছা ;
এখনো কি হেঁটে যাও তোমরা
নির্জন দুপুরে খালের উপড়
বাঁশের চার পেরিয়ে দূরান্তে কোনো
স্বজনের গাঁয়ে ?
চালতাফুলের ঘ্রাণে,পাকা ডেউয়া, কাউফল, লকেট অাম্বুল
কিংবা কাঠবাদাম গাছতলায় ?
বৈশাখের উজানের পানিতে কৈ মাছেরা
কানকো দিয়ে হেঁটে অাসে এখনো
জঙলা ঘাসের অাঙ্গিনায় ?
নতুন পানির ঘোলাজলে সরপুঁটি বা
বেদিমাছ খুঁজে পাওয়া যায় চারকোনা
কাপড়ে ছেঁকে শ্যাওলার ভীরে ?

ভীষণ জানতে ইচ্ছে করছে,
অাজও কী তেমনি অাছে…..
শ্যামলা কাজল জলরঙে অাঁকা…..
অামার গাঁয়ের সেই অপরূপা ছবিখানি ?
যেথায় পড়ে অাছে নিজেরই অজান্তে
অামার সেই ছোট্ট হৃদয়খানি !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!