
এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের মদিনায় ঘরের চাল থেকে পড়ে মোহাম্মদ মুসা (৪৮) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বায়তুন নূর পাড়ার মৃত জালাল আহমদের পুত্র ও ৫ সন্তানের জনক।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মদিনা এলাকায় একটি ঘরের চালে উঠে টিন খোলার সময় নিচে পড়ে যান মুসা। এতে গুরতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। একইদিন রাত ৯টার দিকে তাদের এক নিকটাত্মীয় মুঠোফোনে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী তছলিমা আক্তার তমু জানান, প্রায় ৯ মাস পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরবের মদিনায় গিয়েছিলেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে কাজে যাবার পূর্বে মুঠোফোনে পরিবারের খোঁজখবর নেয়। রাতে বাসায় ফিরেও ফোন করার কথা ছিল।

স্থানীয় ইউপি সদস্য এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহাম্মদ মুসা তার ওয়ার্ডের একজন বাসিন্দা। তিনি সৌদি আরবের মদিনায় ঘরের টিন খোলার সময় চাল থেকে পড়ে মৃত্যুর সংবাদ পরিবারের লোকজন জানিয়েছেন।