Home | দেশ-বিদেশের সংবাদ | সোনাকানিয়ার সাবেক যুবলীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা

সোনাকানিয়ার সাবেক যুবলীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা

নিউজ ডেক্স: সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবছার উদ্দিনের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। তিনি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পরান শাহ্ পাড়ার মৃত আবিদুর রহমানের পুত্র। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে সাতকানিয়া-লোহাগাড়ার সীমান্তবর্তী হাতিয়ারপুল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাতিয়ারপুল এলাকায় চায়ের দোকানে বসে নাস্তা করছিলেন আবছার উদ্দিন। এই সময় একদল দুর্বৃত্ত তাকে চায়ের দোকান থেকে টেনে বের করে লাঠিসোটা নিয়ে অতির্কত হামলা করে পালিয়ে যায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

এই ব্যাপারে জানতে স্থানীয় ইউপি সদস্য মাষ্টার দেলোয়ার হোসেনকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। তবে স্থানীয় গ্রাম পুলিশ এহেছানুল হক মুঠোফোনে সাবেক যুবলীগ নেতা আবছার উদ্দিনের উপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!