ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ার ৪ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ার ৪ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেক্স : ছাড়পত্র না থাকায় সাতকানিয়ার ৪টি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

ইটভাটাগুলো হলো- মেসার্স সাঙ্গু ব্রিক্স, মেসার্স হজরত মুল্লুত শাহ মুহুরী (র.) ব্রিক্স, মেসার্স সেভেন স্টার ব্রিক্স ও মেসার্স চট্টগ্রাম ব্রিক্স।

বৃহস্পতিবার (২৭ মে) অধিদফতরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মফিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলানিউজ

তিনি জানান, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ অনুযায়ী চারটি ইটভাটাকে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। ইটভাটা পরিচালনায় পরিবেশগত ও অবস্থানগত দুই ধরনের ছাড়পত্র নিতে হয়। এ চার ইটভাটার একটি ছাড়পত্র ছিল না।  

এ ছাড়া খাগড়াছড়ি সদরের মেসার্স হোটেল শৈল সুবর্ণা ও ফেনী সদরের মেসার্স করিম টাওয়ারকে শর্তভঙ্গ করায় ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!