Home | লোহাগাড়ার সংবাদ | সাংবাদিক জাহেদুল ইসলামের পিতা অজ্ঞান পার্টির কবলে

সাংবাদিক জাহেদুল ইসলামের পিতা অজ্ঞান পার্টির কবলে

40952085_233881450614376_2055064760768004096_n

এলনিউজ২৪ডটকম : দৈনিক মানবকন্ঠ লোহাগাড়া প্রতিনিধি জাহেদুল ইসলামের পিতা মোহাম্মদ হোসাইন (৭০) অজ্ঞান পার্টির কবলে পড়েছেন। তাঁকে অচেতন অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়া আসার পথে সৌদিয়া পরিবহণের বাসের ভেতর তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন।

সাংবাদিক জাহেদুল ইসলাম জানান, আজ সকালে তার পিতা লোহাগাড়া থেকে ব্যবসায়িক কাজে চট্টগ্রাম শহরে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় বাসের ভিতর অজ্ঞান পার্টির কবলে পড়েন। লোহাগাড়ায় এসে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। লোকজন আমার পিতাকে চিনতে পেরে আমাকে ফোন দিয়ে জানায়।

তিনি আরো জানান, তার পিতার পকেটে থাকা ২০ হাজার টাকা, ২টি মোবাইল সেট ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তাঁর জ্ঞান ফেরেনি বলে সাংবাদিক জাহেদুল ইসলাম জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!