ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাংবাদিককে হুমকি, বাইডেনের উপ-প্রেস সচিব বরখাস্ত

সাংবাদিককে হুমকি, বাইডেনের উপ-প্রেস সচিব বরখাস্ত

আন্তর্জাতিক ডেক্স : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউজের এক মুখপাত্র ও্ উপ-প্রেস সচিবকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের তিনি বেতন পাবেন না। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা এক নারী সাংবাদিককে ধ্বংস করে দেওয়ার হুমকির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

টিজে ডাকলো নামের ওই মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর রিপোর্টার তারা পালমেরিকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আরেক সাংবাদিকদের সঙ্গে ডাকলোর সম্পর্কের বিষয় অনুসন্ধান করছেন পালমেরি।

শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাসকাই জানান, ডাকলো ক্ষমা চেয়েছেন পালমেরির কাছে।

কয়েকজন বিশ্লেষক কঠোর পদক্ষেপ না নেওয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন, কোনও সহকর্মীর অশ্রদ্ধার সঙ্গে কোনও কর্মী কথা বললে তিনি তাৎক্ষণিকভাবে বরখাস্ত করবেন।

বাইডেনের নারী মুখপাত্র টুইটারে লিখেছেন, টিজে ডাকলো নিজেই স্বীকার করেছে প্রেসিডেন্ট যে মানদণ্ড স্থাপন করেছেন তার আচরণ সে অনুযায়ী ছিল না। তাকে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউজে ফিরলেও তিনি আর পালমেরির সঙ্গে কাজ করবেন না। বাংলা ট্রিবিউন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!