এলনিউজ২৪ডটকম: পানি জমে থাকা সড়ককে রীতিমতো পুকুর ভেবে তাতে মাছের পোনা ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টার দিকে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মৌলানা পাড়ার দক্ষিণে ইসহাক মিয়া সড়কে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা না করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণের কারণে একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। পানি জমে থাকার কারণে সড়কের ওই অংশে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।
প্রতিবাদকারী রেজাউল বাহার রাজা জানান, সড়কটি উপজেলা সদর ও পার্বত্য লামা উপজেলার সাথে সংযুক্ত। এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। সড়কের ওই স্থানে দু’পাশে ড্রেনেজ ব্যবস্থা না করে অপরিকল্পিত উন্নয়নের কারণে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। রাস্তা নয়, মনে হয় পুকুর। তাই আমরা মাছের পোনা ছেড়ে প্রতিবাদ করেছি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যাটি সমাধানে দ্রুত এগিয়ে আসবেন।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন জানান, সামান্য বৃষ্টি হলে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার বিষয়টি অবগত হয়েছি। সরেজমিন পরিদর্শন পূর্বক সড়কের ওই স্থানে দুই পাশের স্থাপনা মালিকদের ড্রেন নির্মাণ পূর্বক পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হবে। তারা দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।